adimage

২২ অক্টোবর ২০১৮
সকাল ০৪:৪৪, সোমবার

ছুটির দিনে কমলাপুরে টিকিটপ্রত্যাশীদের ভিড়

আপডেট  05:56 AM, অগাস্ট ১০ ২০১৮   Posted in : জাতীয়    

ছুটিরদিনেকমলাপুরেটিকিটপ্রত্যাশীদেরভিড়

ঢাকা, ১০ আগস্ট : ঈদুল আজহা উপলক্ষে রেলের আগাম টিকিটের জন্য কমলাপুর রেলস্টেশনে ভিড় করছেন হাজারও মানুষ।

আজ শুক্রবার দেয়া হচ্ছে ১৯ আগস্টের টিকিট। মোট ৩৫টি আন্তঃনগর ট্রেনের জন্য ২৬ হাজার ৮৯৫টি টিকিট বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার বিকাল থেকেই টিকিটপ্রত্যাশীরা স্টেশনে আসতে শুরু করেন। ভোর হতে না হতে তাদের সারিবদ্ধ লাইন দীর্ঘ হতে হতে স্টেশনের বাইরে চলে যায়।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, আগামী ১৯ আগস্ট সারা দেশের উদ্দেশে ৬৮টি ট্রেন ছেড়ে যাবে।

এর মধ্যে ৩৫টি আন্তঃনগর, বাকিগুলো মেইল ও স্পেশাল সার্ভিস। ওই দিনের জন্য আজ ২৬ হাজার ৮৯৫টি টিকিট বিক্রি হবে।

তিনি আরও জানান, বুধবার থেকে শুরু হওয়া আগাম টিকিট বিক্রি চলবে আগামী সোমবার পর্যন্ত। আগামীকাল শনিবার দেয়া হবে ২০ আগস্টের টিকিট, রোববার দেয়া হবে ২১ আগস্টের আগাম টিকিট।

একইভাবে আগামী ১৫ আগস্ট থেকে ঢাকা ফেরত যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ আগস্টের টিকিট।

এদিকে কালোবাজারে টিকিট বিক্রি প্রতিরোধে র‌্যাব, পুলিশ, রেলওয়ে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

কালোবাজারির সঙ্গে জড়িতদের তাৎক্ষণিকভাবে সাজা দিতে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালতও।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul