adimage

২২ অগাস্ট ২০১৯
বিকাল ০৮:১১, বৃহস্পতিবার

ঈদযাত্রায় সড়ক, নৌ ও রেলপথে ঝরেছে ৪০৫ প্রাণ

আপডেট  12:07 PM, Jun ২৯ ২০১৮   Posted in : জাতীয়    

ঈদযাত্রায়সড়ক,নৌওরেলপথেঝরেছে৪০৫প্রাণ

ঢাকা, ২৯ জুন : চলতি বছর ঈদযাত্রায় সারা দেশে ১২ দিনে সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনায় ৪০৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ২৬৬ জন। শুধু সড়কেই মারা গেছেন ৩৩৯ জন।

গত ১১  থেকে ২৩ জুনের মধ্যে এসব দুর্ঘটনা ঘটেছে। এই ১২ দিনে সড়ক, রেল ও নৌপথে সংঘটিত দুর্ঘটনার হিসাবটি তৈরি করেছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।

সংগঠনটি আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সবশেষ ঈদযাত্রার সময়কার দুর্ঘটনার প্রতিবেদন তুলে ধরে।

বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির হিসাবে, ঈদের আগে-পরে সারাদেশে ৩৩৫টি সড়ক দুর্ঘটনা হয়েছে। আহতদের অনেকে চিরতরে পঙ্গু ও কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন। এবার অন্য বছরের তুলনায় মুখোমুখি সংঘর্ষের সংখ্যাও উদ্বেগজনক।

সড়ক দুর্ঘটনা বন্ধে দ্রুত প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল। তিনি বলেন, ‘যিনি সড়ক পরিবহনের দায়িত্বে আছেন। প্রতি সেকেন্ডে যিনি এই নেত্রীর রেফারেন্স দিয়ে অনেক কথা বলেন। আমি দেখব সেই মন্ত্রী এই নির্দেশনাগুলো বাস্তবায়ন করার জন্য কি পদক্ষেপ নিয়েছেন।’ সূত্র: আমাদের সময়

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul