adimage

২৫ Jun ২০১৮
সকাল ১২:৪৫, সোমবার

'দুর্যোগ মোকাবেলার সুযোগ দেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট'

আপডেট  09:01 AM, মে ১৫ ২০১৮   Posted in : জাতীয়    

'দুর্যোগমোকাবেলারসুযোগদেবেবঙ্গবন্ধুস্যাটেলাইট'

ঢাকা, ১৫ মে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো দুর্যোগের পূর্বাভাস পাওয়া এবং দুর্যোগ মোকাবিলা করার প্রস্তুতি নেয়ার সুযোগটাও আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে পাবো।

আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রতিবন্ধিতা এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন

তিনি আরও বলেন, এই স্যাটেলাইটের মাধ্যমে একদিকে যেমন ডিজিটাল বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণের সুযোগ রয়েছে, সেই সাথে আমাদের চিত্তবিনোদন, অর্থাৎ ঘরে বসে টেলিভিশন দেখার প্রযুক্তিতেও আরও সুবিধা যোগ হবে।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul