adimage

২৭ Jun ২০১৯
সকাল ০৪:৪৬, বৃহস্পতিবার

খাগড়াছড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত ৬

আপডেট  06:04 AM, অগাস্ট ১৮ ২০১৮   Posted in : চট্টগ্রাম    

খাগড়াছড়িতেগুলিবিদ্ধহয়েনিহত৬

খাগড়াছড়ি, ১৮ আগস্ট : খাগড়াছড়ি সদরে গুলিবিদ্ধ হয়ে ছয় ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

সহকারী পুলিশ সুপার (এএসপি) হেডকোয়ার্টার (খাগড়াছড়ি) আবদুল আওয়াল জানান, আজ শনিবার সকাল ৮টার দিকে খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে ছয়জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

নিহত ৬ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন কান্তি চাকমা, পিসিপির যুগ্ম সম্পাদক এলটন চাকমা (২৮), জীতায়ন চাকমা (মহালছড়ি স্বাস্থ্য সহকারী) ও বরুন চাকমা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক) এই দুই গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল।

শনিবার উপজেলার স্বনির্ভর এলাকায় স্থানীয়দের নিয়ে সাধারণ জনসভার আয়োজন করে ইউপিডিএফ প্রসিত গ্রুপ। সকালে সভা শুরুর পর ইউপিডিএফ-গণতান্ত্রিক গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালায়।

এসময় গোলাগুলিতে অন্তত নয়জন গুলিবিদ্ধ হন। তাদের সদর হাসাপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন।

সদর থানার ওসি সাহাদাৎ হোসেন টিটিু জানান, নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul