adimage

২১ নভেম্বর ২০১৯
সকাল ০১:৩০, বৃহস্পতিবার

বুরকিনা ফাসোতে গাড়িবহরে হামলায় নিহত ৩৭

আপডেট  06:49 AM, নভেম্বর ০৭ ২০১৯   Posted in : আন্তর্জাতিক    

বুরকিনাফাসোতেগাড়িবহরেহামলায়নিহত৩৭

আন্তর্জাতিক ডেস্ক, ৭ নভেম্বর  : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি কানাডিয় খনন প্রতিষ্ঠানের গাড়িবহরে হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৬০ জন। বুধবার এই ঘটনা ঘটে। বিগত ১৫ মাসের মধ্যে তৃতীয় বড় হামলা বলে জানিয়েছেন স্থানায় গভর্নর সাইদু সানাউ।

গভর্নর সাইদু সিনাও বলেন, বুধবার সকালে প্রতিষ্ঠানের পাঁচটি বাসকে সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলো। তখন অজ্ঞাতসংখ্যক সশস্ত্র ব্যক্তি এই হামলা চালায়।

ওই এলাকায় জঙ্গি হামলার ঘটনা নতুন নয়। প্রায়শই এই ধরনের হামলা হয় সেখানে। গত সেপ্টেম্বরেই এক হামলায় ওই অঞ্চলে ৬০ জন প্রাণ হারিয়েছেন। সেখানে ২০১৫ সাল থেকে একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে আসছে সরকার। তখন থেকে সেখানে ৫৮৫ জনের অধিক ব্যক্তি মারা গেছেন। বিদ্রোহী গোষ্ঠীটির উৎপত্তি হয় মূলত প্রতিবেশী দেশ মালিতে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয় প্রথমে উত্তরাঞ্চলে এবং পরে তা পূর্বাঞ্চলেও ছড়িয়ে পড়ে।

২০১৮ সালের আগস্টে খনিতে যাওয়া গাড়িবহ হামলার শিকার হয়েছিলো। দেশটিতে চার বছর ধরে সহিংসতা চলছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছে ৫ লাখের মতো মানুষ।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul