adimage

২১ অক্টোবর ২০১৯
বিকাল ০৮:৫৪, সোমবার

তুরস্কে ২০০ সেনার বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা জারি

আপডেট  01:47 AM, Jul ১০ ২০১৯   Posted in : আন্তর্জাতিক    

তুরস্কে২০০সেনারবিরুদ্ধেগ্রেফতারিপারোয়ানাজারি

আন্তর্জাতিক ডেস্ক, ১০ জুলাই : তুরস্কের ইস্তাম্বুল ও ইজমরি প্রদেশে কর্মরত ২০০’র বেশি সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সরকারি কৌঁসুলিরা।

মঙ্গলবার ২০১৬ সালে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়।

আমেরিকায় স্বেচ্ছা নির্বোসনে থাকা তুরস্কের ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনের সঙ্গে এসব সেনার যোগাযোগ রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

ইস্তাম্বুলের কৌঁসুলির দেয়া তথ্য অনুসারে, ইস্তাম্বুলে কর্মরত ১৭৬ সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এরমধ্যে কয়েকজন কর্নেল, লেফটেন্যান্ট, মেজর ও ক্যাপ্টেন রয়েছেন। এছাড়া, ইজমিরে চাকরিরত ২০ সেনা ও সাবেক পাঁচ সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি ইজমিরের ১০ বেসামরিক ব্যক্তির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

তুরস্কের ২০টি প্রদেশে অভিযান চালিয়ে পুলিশ এ পর্যন্ত আটজনকে আটক করেছে। ২০১৫ সালের জুলাই মাসের ওই অভ্যুত্থান প্রচেষ্টায় ২৫১ জন নিহত ও ২২০০ আহত হয়েছিল।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul