adimage

২৭ Jun ২০১৯
বিকাল ০৪:২৭, বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রে প্রলয়ঙ্করী ঝড় কেড়ে নিল ৮ মার্কিন নাগরিকের প্রাণ

আপডেট  12:31 AM, এপ্রিল ১৬ ২০১৯   Posted in : আন্তর্জাতিক    

যুক্তরাষ্ট্রেপ্রলয়ঙ্করীঝড়কেড়েনিল৮মার্কিননাগরিকেরপ্রাণ

আন্তর্জাতিক ডেস্ক, ১৬ এপ্রিল : যুক্তরাষ্ট্রে গত দুদিনের প্রলয়ঙ্করী ঝড়ে অন্তত ৮ জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনি ও রোববার মিলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনপিআরের।

নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। হতাহতদের মধ্যে অনেকেই টেক্সাস অঙ্গরাজ্যের।

যুক্তরাষ্ট্রভিত্তিক ফক্স নিউজের খবরে বলা হয়েছে, পূর্ব টেক্সাসের আলটোতে আদি আমেরিকানদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে আকস্মিক টর্নেডো আঘাত হানে।

এতে ঘটনাস্থলেই একজন নারী নিহত হন এবং অন্তত দুই ডজন ব্যক্তি আহত হন।

ঝড় ও ঝড়ের কারণে সৃষ্ট বন্যায় রোববার দুপুর থেকে টেক্সাস, মিসিসিপি, লুইসিয়ানা, আর্কানসাস, জর্জিয়া অঙ্গরাজ্যে অন্তত ৯০ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েন।

অ্যাঞ্জেলিনা কান্ট্রি শেরিফের অফিসের অ্যালটন ল্যান্ডারম্যান জানিয়েছেন, ডালাস অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্ব থেকে পূর্ব টেক্সাসে গাড়ি চালিয়ে যাওয়ার সময় গাড়ির ওপর পাইন গাছ উপড়ে পড়ে।

এতে গাড়ির পেছনের সিটে থাকা দুটি শিশু ঘটনাস্থলেই মারা যায়। তবে নিহতের বাবা-মা সামনের সিটে থাকায় তারা দুর্ঘটনা থেকে বেঁচে যান।

এছাড়া অন্যান্য অঙ্গরাজ্যে আরও পাঁচজন নিহত হবার খবর পাওয়া গেছে।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul