adimage

২৪ Jul ২০১৯
সকাল ১০:৩৩, বুধবার

নিউজিল্যান্ডে মসজিদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯

আপডেট  01:38 AM, মার্চ ১৬ ২০১৯   Posted in : আন্তর্জাতিক    

নিউজিল্যান্ডেমসজিদেহামলায়নিহতেরসংখ্যাবেড়ে৪৯

আন্তর্জাতিক ডেস্ক, ১৬ মার্চ : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। খবর বিবিসির।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদ ও পার্শ্ববর্তী লিনউড মসজিদে হামলা চালায় বন্দুকধারীরা।

দেশটির সাউথ আইল্যান্ডে আল নূর মসজিদে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে অন্তত ৫০টি গুলি করা হয়েছে। সামাজিকমাধ্যমে মসজিদের ভেতর থেকে গোলাগুলির লাইভ ভিডিও সম্প্রচার করা হয়।

এটিকে ‘সন্ত্রাসী’ হামলা উল্লেখ করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আহডার্ন বলেছেন, এই হামলায় আরো ২০ জন গুরুতর আহত হয়েছেন। আমরা বহুত্ববাদে বিশ্বাস করি ও দয়ালু বলেই আমাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে ক্রাইস্টচার্চে হামলার পর প্রথম সংবাদ সম্মেলনে এই ঘটনাকে নিউজিল্যান্ডের একটি কালো দিন হিসেবে বর্ণনা করেন তিনি।

তিনি বলেন, একাধিক জায়গায় চলমান হামলার ঘটনা মোকাবেলা করছি আমরা। তিনি বলেন, এটা নিউজিল্যান্ডের অন্যতম কালো দিন।

এদিকে পুলিশ কমিশনার মাইক বুশ বলেছেন, ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলার পর তিনজন পুরুষ ও একজন নারীসহ চারজনকে আটক করা হয়েছে। আটকের সময় তাদের একজন সুইসাইড ভেস্ট পরা অবস্থায় ছিলেন।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul