adimage

২৪ ফেব্রুয়ারী ২০১৯
সকাল ০৭:২৩, রবিবার

ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৪ মাওবাদী নিহত

আপডেট  04:52 AM, অগাস্ট ০৭ ২০১৮   Posted in : আন্তর্জাতিক    

ভারতেনিরাপত্তাবাহিনীরঅভিযানে১৪মাওবাদীনিহত

আন্তর্জাতিক ডেস্ক, ৭ আগস্ট : ভারতের ছত্তিশগড়ের মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ভয়াবহ সংঘর্ষে ১৪ মাওবাদী নিহত হয়েছে। অভিযানে বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

খবরে বলা হয়েছে, সোমবার ভোররাত থেকে দুই পক্ষের গোলাগুলিতে কেঁপে উঠে সুকমার কোন্টা ও গোলাপল্লি থানার মধ্যবর্তী জঙ্গল। জেলা পুলিশ, সিআরপিএফ ও স্পেশাল টাস্কফোর্সের জওয়ানদের সঙ্গে মাওবাদীদের এ সংঘর্ষ হয়।

প্রথমে প্রায় ২০০ মাওবাদী নিরাপত্তা বাহিনীকে ঘিরে ফেলে। তবে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান শুরু হলে মাওবাদীরা পিছু হঠতে বাধ্য হয়।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul