adimage

১৯ সেপ্টেম্বর ২০১৮
সকাল ১০:৪৩, বুধবার

৮৬ বছর বয়সে সাবেক থাই প্রধানমন্ত্রীর চতুর্থ বিয়ে!

আপডেট  12:48 PM, Jul ১১ ২০১৮   Posted in : আন্তর্জাতিক    

৮৬বছরবয়সেসাবেকথাইপ্রধানমন্ত্রীরচতুর্থবিয়ে!

আন্তর্জাতিক ডেস্ক, ১১ জুলাই : ৮৬ বছর বয়সে ফের বিয়ে করেছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী চাবালিত ইয়ংচাইযুব।এটা তার চতুর্থ বিয়ে।নতুন স্ত্রীর নাম ওরাথাই সোরাকান, বয়স ৫৩।

প্রথমে  বিয়ের বিষয়টি অস্বীকার করেন চাবালিত। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি ভাইরাল হয়। এরপর বিষয়টি স্বীকার করে নেন তিনি।

জানা গেছে,  ১০ বছর একসঙ্গেই কাটিয়েছেন এই যুগল।সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯ মে তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়।

থাইল্যান্ডের নাখন সোয়ান শহরের বাসিন্দা ওরাথাই। সাবেক সিনেটর নিপন সোরাকান তার বাবা।

এদিকে চাবালিত জানান, আগের স্ত্রীর সঙ্গে ১০ বছর পূর্বে বিচ্ছেদ হয়েছে তার। এই ১০ বছর ওরাথাই তার দেখাশুনা করেছেন, সেবা করেছেন।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul