adimage

১৭ অক্টোবর ২০১৮
বিকাল ০১:৩৫, বুধবার

থাইল্যান্ডের গুহায় শুরু হয়েছে তৃতীয় দিনের উদ্ধার অভিযান

আপডেট  05:49 AM, Jul ১০ ২০১৮   Posted in : আন্তর্জাতিক    

থাইল্যান্ডেরগুহায়শুরুহয়েছেতৃতীয়দিনেরউদ্ধারঅভিযান

আন্তর্জাতিক ডেস্ক, ১০ জুলাই : থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযানে নেমেছেন উদ্ধারকর্মীরা। সেখানে এখনো আটকা পড়ে আছে ফুটবল টিমটির চার সদস্য ও কোচ। ১৯ সদস্যের একটি দল গঠন করে তাদের উদ্ধারের কাজে নেমেছে উদ্ধারকর্মীরা। উদ্ধার অভিযানের প্রধান নারংসাক অসোট্টানাকর্ন একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
 
খবরে বলা হয়, টানা দুই দিনে গুহা থেকে দুই দফায় চারজন করে আটজনকে বের করে এনেছেন উদ্ধারকর্মীরা। আজ মঙ্গলবার ‘ওয়াইল্ড বোরস’ ফুটবল টিমের বাকি সদস্য ও কোঁচকে উদ্ধারের অভিযানে নেমেছে তারা। 
 
উদ্ধার অভিযান শুরু হলেও, এই অভিযানে অবশিষ্ট সকলকে বের করে আনা সম্ভব কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। 
 
নারংসাক জানান, এটা নির্ভর করে আবহাওয়ার ওপর। বৃষ্টি কমলে তারা দ্রুত কাজ করতে পারবে। অন্যথায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়বে। উল্লেখ্য, ফুটবল টিমটি গত ২৩ জুন গুহায় আটকে পড়ে। 

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul