adimage

১৫ নভেম্বর ২০১৯
বিকাল ০২:২৮, শুক্রবার

ভারতে মসজিদ ধসে একই পরিবারের ৪ জন নিহত

আপডেট  07:48 PM, মে ২৯ ২০১৮   Posted in : আন্তর্জাতিক    

ভারতেমসজিদধসেএকইপরিবারের৪জননিহত

আন্তর্জাতিক ডেস্ক, ৩০ মে : প্রবল ঝড় বৃষ্টি ও বজ্রপাতের দাপটে তছনছ হয়েছে উত্তর প্রদেশের লখিমপুর খিরি এলাকা। প্রাকৃতিক বিপর্যয়ে এলাকার একটি মসজিদ ধসে পড়েছে। এতে চার জনের মৃত্যু হয়েছে ও আরো পাঁচজন আহত হয়।
 
জানা গেছে, নিহতদের সবাই একই পরিবারের।
 
স্থানীয় বাসিন্দারা বলেছেন, মঙ্গলবার সন্ধ্যার পর প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। তখন অনেকে ভুডবা গ্রামের মসজিদের ভিতর দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ সেই মসজিদের খিলান ভেঙে পড়ে। তার তলায় চাপা পড়েন কেয়কজন। পরে ভেঙে পড়া অংশ সরিয়ে দেখা যায় কয়েকজনের মৃত্যু হয়েছে। আহতদেরর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
 
এদিকে লখিমপুর খিরিতে বেশ কয়েকটি বাড়িও ধসে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul