adimage

২১ অগাস্ট ২০১৯
বিকাল ০৭:২০, বুধবার

ইন্দোনেশিয়ায় ভূমিধ্বসে নিহত ৫, নিখোঁজ ১৫

আপডেট  04:07 AM, ফেব্রুয়ারী ২৪ ২০১৮   Posted in : আন্তর্জাতিক    

ইন্দোনেশিয়ায়ভূমিধ্বসেনিহত৫,নিখোঁজ১৫

আন্তর্জাতিক ডেস্ক, ২৪ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বৃহস্পতিবার এক ভূমিধ্বসে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং আরো ১৫ জন নিখোঁজ রয়েছে। সরকারি কর্মকর্তারা এএফপিকে একথা জানিয়েছেন।
 
নিহতরা কৃষক। জাভার মধ্যাঞ্চলে ব্রেবেস এলাকায় স্থানীয় সময় সকাল ৮টায় শষ্যের ক্ষেতে কাজ করার সময় এই ভূমিধসের ঘটনা ঘটে।
 
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতপো পুরও নুগরোহো এক বিবৃতি বলেন, কৃষকরা ধানক্ষেতে কাজ করার সময় ভূমিধসে চাপা পড়ে।
 
পার্বত্য এলাকায় গত কয়েকদিন ধরে ভারী বর্ষণের ফলে এই দুর্ঘটনা ঘটে। এতে আরো ১৪ জন কৃষক আহত হয়েছে। তাদেরকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
সংস্থা জানায়, উদ্ধার তৎপরতা চলছে। আবারো ভূমিধসের আশঙ্কায় স্থানীয়দের ওই এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul