adimage

২৩ Jul ২০১৮
সকাল ০৯:৪৯, সোমবার

ফিলিপাইনে ঝড়ে নিহত ৪

আপডেট  05:06 PM, ফেব্রুয়ারী ১৩ ২০১৮   Posted in : আন্তর্জাতিক    

ফিলিপাইনেঝড়েনিহত৪

আন্তর্জাতিক ডেস্ক, ১৩ ফেব্রুয়ারি : ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের আঘাতে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের পূর্ব উপকূল এলাকায় ঝড় সানবা আঘাত হানে। ঝড়টিতে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার। ঝড়ের ফলে সৃষ্ট ভারী বর্ষণ ও ভূমিধসে নিহত হন তারা।

এ ব্যাপারে দেশটির পৌরসভা পুলিশ প্রধান জেমস আলেন্দোগাও বলেন, ঝড়ের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। এতে রাজধানী ম্যানিলার ৭৬০ কিলোমিটার দক্ষিণে কারাসক্যাল শহর উপকণ্ঠের বিভিন্ন পার্বত্য গ্রামে ভূমিধসে চারজনের প্রাণহানি ঘটে।

তিনি আরও বলেন, ‘ভূমিধসের কারণে বর্তমানে এসব এলাকায় প্রবেশ এক প্রকার নিষিদ্ধ। ফলে আমরা ক্ষয়ক্ষতির ব্যাপকতার ব্যাপারে আর কিছু জানতেও পারছি না।’

সরকারি আবহাওয়া সংস্থা জানায়, গ্রীষ্মমন্ডলীয় এ ঝড় আগামী ২৪ ঘণ্টায় উত্তরপশ্চিম দিকে চলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul