adimage

১৯ অক্টোবর ২০১৮
বিকাল ০৫:০২, শুক্রবার

যুক্তরাষ্ট্রে বাবা-মাসহ চারজনকে হত্যা করে বন্দুকধারীর আত্মহত্যা

আপডেট  04:50 PM, ফেব্রুয়ারী ১২ ২০১৮   Posted in : আন্তর্জাতিক    

যুক্তরাষ্ট্রেবাবা-মাসহচারজনকেহত্যাকরেবন্দুকধারীরআত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক, ১২ ফেব্রুয়ারি : যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে এক বন্দুকধারী নিজের বাবা-মাসহ চারজনকে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছেন।

শনিবার বিকাল সাড়ে ৩টায় পেইন্টসভিল এলাকা থেকে হত্যাকাণ্ড শুরু হয়। গুলির শব্দ পেয়ে পুলিশ এসে একটি বাড়ির রান্নাঘরে এক নারী ও পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখেছে।-খবর মেইল অনলাইন।

হত্যাকারী এর পর গাড়ি চালিয়ে সাত মাইল দূরে গিয়ে আরও দুই নারীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে।

হত্যাকাণ্ডের ঘটনায় জোসেফ নিকেল নামে এক ব্যক্তিকে সন্দেহ করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, জোসেফ নিকেল পেশায় একজন নরসুন্দর ছিলেন।

পরে নিহত দুই নারী নিকেলের নারীবন্ধু ও তার মা ছিল বলে জানা গেছে। তবে এই হত্যাকাণ্ডের সময় নিকেলের ছেলে কোল উপস্থিত থাকলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul