adimage

২১ নভেম্বর ২০১৯
সকাল ০১:১৯, বৃহস্পতিবার

গাজীপুরের শিমুলতলী বাজারে ইসলামী ব্যাংকের বুথ উদ্বোধন

আপডেট  07:36 AM, নভেম্বর ০৬ ২০১৯   Posted in : অর্থ ও বাণিজ্য ব্যাংক-বীমা    

গাজীপুরেরশিমুলতলীবাজারেইসলামীব্যাংকেরবুথউদ্বোধন


ঢাকা, ৬ নভেম্বর : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যাংকিং বুথ সম্প্রতি গাজীপুরের শিমুলতলী বাজারে উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম। গেস্ট অব অনার হিসেবে ফিতা কেটে বুথের উদ্বোধন করেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী।

ব্যাংকের ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের এজেন্ট ও বুথ ব্যাংকিং ডিভিশনপ্রধান মো. মাহবুব আলম ও গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন ব্যাংকের গাজীপুর সদর শাখাপ্রধান মো. শাহাদাত হোসেন। আরও বক্তব্য দেন রোটারি ক্লাব অব গাজীপুরের প্রেসিডেন্ট মোস্তফা বারী রাজু এবং শিমুলতলী ব্যাংকিং বুথ ইনচার্জ মোহাম্মদ সালাহ উদ্দীন কাওছার। স্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ এ সময় উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul