adimage

২৩ নভেম্বর ২০১৯
সকাল ০৮:১৬, শনিবার

আশকোনায় ইসলামী ব্যাংকের বিশেষ হজবুথ

আপডেট  02:48 AM, Jul ০৫ ২০১৯   Posted in : অর্থ ও বাণিজ্য ব্যাংক-বীমা    

আশকোনায়ইসলামীব্যাংকেরবিশেষহজবুথ

ঢাকা, ৫ জুলাই : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে হজযাত্রীদের বিশেষ সেবা প্রদানের জন্য আশকোনা হজক্যাম্পে হজবুথ উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে বুধবার এ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আব্দুল জব্বার ও মো. ওমর ফারুক খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থজোন প্রধান মো. আমিনুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুঁইয়া সহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ব্যাংকের হজবুথ থেকে হজযাত্রীদের জন্য ডলার ও রিয়েল এনডোর্স ও এক্সচেঞ্জ করা, সরকারি হজযাত্রীদের খাবারের টাকা ফেরত, হজ গাইড প্রদান, এটিএম সেবা ও বিভিন্ন তথ্য প্রদান করা হয়।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul