adimage

২৩ নভেম্বর ২০১৯
সকাল ০৭:৫০, শনিবার

হজযাত্রীদের জন্য বিছানা ও পানি বিশুদ্ধকরণ যন্ত্র দিল আইবিবিএল

আপডেট  02:18 AM, Jul ০৩ ২০১৯   Posted in : অর্থ ও বাণিজ্য ব্যাংক-বীমা    

হজযাত্রীদেরজন্যবিছানাওপানিবিশুদ্ধকরণযন্ত্রদিলআইবিবিএল

ঢাকা, ৩ জুলাই : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে ২০১৯ সালে আশকোনা হজক্যাম্পে হজযাত্রীদের ব্যবহারের জন্য ফোমের বিছানা ও পানি বিশুদ্ধকরণ যন্ত্র প্রদান করা হয়েছে।

২৭ জুন বৃহস্পতিবার ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া আশকোনা হজক্যাম্পের পরিচালক সাইফুল ইসলামের নিকট এসব সামগ্রী হস্তান্তর করেন।

প্রতিবছরই বাংকের পক্ষ থেকে হজযাত্রীদের জন্য এ ধরণের সেবা প্রদান করা হয়। এসময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভূঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul