adimage

২৪ অগাস্ট ২০১৯
বিকাল ১০:৪৮, শনিবার

আইবিবিএলের চেয়ারম্যানের এসডিজিস বিষয়ে প্রবন্ধ উপস্থাপন

আপডেট  02:26 AM, এপ্রিল ১০ ২০১৯   Posted in : অর্থ ও বাণিজ্য ব্যাংক-বীমা    

আইবিবিএলেরচেয়ারম্যানেরএসডিজিসবিষয়েপ্রবন্ধউপস্থাপন

ঢাকা, ১০ এপ্রিল : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এক্সিকিউটিভ কমিটি ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ সম্প্রতি চট্টগ্রাম ক্লাবে “এডুকেটরস কনফারেন্স অন ফিউচার অব লার্নিং: শেইপিং দ্যা অ্যাকাউন্টিং প্রফেশন” শীর্ষক সম্মেলনে “নিউ অডিট রিপোর্ট” এবং “সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজিস)” বিষয়ে দু’টি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্ট (এসিসিএ), ইউকে কর্তৃক আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul